Pages

Tuesday, April 24, 2012

পড়াশুনা করা মানে ফেল করা (গাণিতিক প্রমাণ)


সাধারন ভাবে অংক মজা লাগে না । কিন্তু অংক যদি মজার হয় , তখন মজা লাগে । পড়াশুনা নিয়া একটা অংক করলে কেমন হয় ?? যদি ও পড়াশুনা এবং অংক দুটি ই বাজে জিনিস ( আমার কাছে মনে হয় )। চলুন সুরু করা যাক,
আমরা ত এটা জানি,
পড়াশুনা = ফেল না  ……১
এবং
না পড়াশুনা = ফেল  ……২
তো এবার এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে পাই ,
পড়াশুনা + না পড়াশুনা = ফেল না + ফেল
বা, পড়াশুনা + না পড়াশুনা = ফেল + ফেল না
বা, পড়াশুনা ( ১ + না ) = ফেল ( ১ + না )   [[ কমন নিয়ে ]]
বা, পড়াশুনা = ফেল    [[কাটাকাটি করে ]]
তারমানে কি দেখতে পেলেন , পড়াশুনা করলে ফেল করবেন । সমীকরণ দ্বারা প্রতিষ্ঠিত সত্য ।
তো আজ ই পড়াশুনা ছেড়ে দিন । সারাদিন শুধু নেট নিয়ে পড়ে থাকুন । নেট থেকেই জ্ঞান আরহন করুন । এটা ও তো এক ধরনের পড়াশুনা হয়ে গেল । না , উপায় নাই , পড়াশুনা করতেই হবে । মরার আগ পর্যন্ত ছাড়বে না মনে হচ্ছে । ভালো থাকবেন সবাই । ধন্যবাদ ।

No comments:

Post a Comment

safkatjamilimon@gmail.com